এই পোষ্টের মাধ্যমে আমরা গার্মেন্টস লেবেল সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর সম্পর্কে জানতে পারব।
প্রশ্ন :- গার্মেন্টস লেবেল কি?
উত্তর:- লেবেল হচ্ছে পোশাকের মধ্যে লাগানো থাকা একটি অংশ যার মাধ্যমে পোশাক সম্বন্ধে জরুরী কিছু তথ্য দেওয়া থাকে।
প্রশ্ন :- লেবেলে কি কি তথ্য লেখা থাকে?
উত্তর :-
- পোশাক পরিচর্চার নিয়ম।
- পোশাকের মধ্যে থাকা মেটারিয়ালস এর নাম।
- তৈরিকৃত দেশের নাম।
- কোম্পানির নাম।

প্রশ্ন :- কেয়ার লেবেল কি?
উত্তর :- কেয়ার লেবেলের মধ্যে দেওয়া থাকে কাপড় কে কিভাবে যত্ন নিতে হবে।
কেয়ার লেবেল সম্পর্কে বিস্তারিত জানুন
প্রশ্ন:- প্রধান লেবেল কি?
উত্তর:- পোশাকের মধ্যে প্রধান লেবেল খুবই গুরুত্বপূর্ণ। পোশাক কোন দেশে তৈরি করা হয়েছে এবং প্রস্তুতকারক কোম্পানির নাম এই লেবেলের মধ্যে উল্লেক্ষ্য থাকে।
প্রশ্ন :- লেবেল কত প্রকার?
উত্তর :- লেবেল দুই প্রকার
- প্রধান লেবেল
- সাব লেবেল

সাব লেবেলকে আবার চার ভাগে ভাগ করা হয়
- কেয়ার লেবেল
- মূল লেবেল
- কম্পোজিশন লেবেল
প্রশ্ন :- কেয়ার কোড বলতে কী বোঝায়?
উত্তর :- পোশাক পরিচর্যা করার জন্য লেবেলের মধ্যে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকেই কেয়ার কোড বলা হয়।
প্রশ্ন :- কোম্পানির নাম কোন লেবেলে লেখা থাকে?
উত্তর :- প্রধান লেবেল।

প্রশ্ন:- লেবেল পোশাকের মধ্যে কিভাবে লাগানো থাকে?
উত্তর:- বেশিরভাগ সময়ে লেবেল পোশাকের মধ্যে সেলাই করে লাগানো হয়।
প্রশ্ন :- সব ধরনের পোশাকই কি লেবেল লাগানো হয়?
উত্তর:- সব ধরনের পোশাকই লেবেল লাগানো হয় বিশেষ করে যে পোশাকগুলো দেশের বাইরে যাবে ঐগুলোতে লেবেল থাকতেই হবে।
