তাওয়াফের সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব

তাওয়াফ

তাওয়াফ এর শাব্দিক অর্থ কোন কিছুর চারদিকে ঘোরা। হজ্জের ক্ষেত্রে কাবা শরীফের চতুর্দিকে ঘোরাকে তাওয়াফ বলে।

তাওয়াফের ওয়াজিব সমূহ

  • তাহারাত অর্থাৎ গোসল ফরজ থাকলে তা করে না এবং ওযূ থাকলে অজু করে নেয়া।
  • শরীর ঢাকা।
  • কোন কিছুতে আরোহন না করে তাওয়াফ করা। (তবে বিশেষ কোনো সমস্যা থাকলে তা জায়েয আছে)
  • ডানদিক থেকে তাওয়াফ করা।
  • হাতিমসহ বাইতুল্লাহর উত্তর দিকে বাইতুল্লাহ সংলগ্ন অর্ধ চক্রাকৃতির দেয়াল ঘেরা জায়গা তাওয়াফ করা। 
  • সবগুলো চক্কর পূর্ণ করা।
  • তাওয়াফের শেষে দুই রাকাত নামাজ পড়া।

Note. উপরোক্ত কাজগুলো একটি কাজও যদি না হয় তাহলে পুনরায় তাওয়াফ করতে হবে।

তাওয়াফের সুন্নত সমূহ

  • হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করা।
  • ইজতিবা করা (অর্থাৎ ইহরামের চাদর ডান বগলের নিচে দিয়ে এনে বাম কাঁধে ঝড়ানো)
  • হাজরে আসওয়াদকে চুমু প্রদান করা অথবা হাতে ইশারা করে তাতে চুমু দেওয়া।
  • প্রথম তিন চক্করে রমল করা (অর্থাৎ বীরদর্পে হাত বুলিয়ে দ্রুত পায়ে চলা)।
  • বাকি চক্কর গুলোতে রমল না করা।
  • সায়ী ও তাওয়াফের মাঝে ইস্তিলাম (হাজরে আসওয়াদকে চুমু প্রদান বা হাত কিংবা অন্যকিছু দিয়ে ইশারা করে তাতে চুমু প্রদান করা)।
  • হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে “আল্লাহু আকবার” বলে দুই হাত কাজ পর্যন্ত উঠান।
  • তাওয়াফের শুরুতে হাজরে আসওয়াদের দিকে মুখ করা।
  • চক্করগুলো বিরতি না দিয়ে পরপর করা।

Note. মহিলাদের জন্য রমল ও ইজতিবা করতে হবে না।

তাওয়াফের মোস্তাহাবসমূহ

  • হাজরে আসওয়াদের ডান দিক থেকে তাওয়াফ করা।
  • হাজরে আসওয়াদে তিনবার চুমু খাওয়া।
  • যেকোনো দু’আয়ে দোয়ামা সূরা পাঠ করা।
  • সম্ভব হলে বাইতুল্লাহর দেয়াল ঘেঁষে তাওয়াফ করা। 
  • মহিলাদের রাতে তাওয়াফ করা।
  • কথাবার্তা না বলা।
  • দোয়া গুলো আস্তে আস্তে পড়া।
  • রূকনে ইয়ামানী সম্ভব হলে হাতের স্পর্শ করা।
  • তাওয়াফের সময় এ দিক সে দিক না তাকানো।

আপনার পছন্দ হতে পারে

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

আরো ভালো ভালো ইসলামিক পোস্ট পেতে টেক্সটাইল বাংলাকে সাবস্ক্রাইব করুন

Maruf Sikder

Maruf Sikder

মোঃ মারুফ সিকদার। একজন টেক্সটাইল ইন্জিনিয়ার। টেক্সটাইল ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে শুরু করা টেক্সটাইল বাংলা। ব্যস্ততার পাশাপাশি টেক্সটাইলের বিভিন্ন বিষয়াদি আলোচনা করি টেক্সটাইল বাংলায়। আপনাদের জন্য এই ছোট প্রয়াস যেনো নিয়মিত কিছু করার প্রয়াস যোগায়। অবশ্যই টেক্সটাইল বাংলার সাথে থাকুন।

Articles: 742