শুধু পোষ্ট ভিউ করে আজ থেকেই ইনকাম শুরু করুন। ক্লিক করে জেনে নিন।
আপনারা যারা আল্লাহর রাস্তায় তিন চিল্লা চার মাস সময় লাগিয়ে বাসায় ফিরেছেন। তারা তো প্রতি বছর বছর এক চিল্লা (৪০দিন) নেসাব লাগাবেন। যখন নেসাব লাগানোর জন্য কাকরাইল অথবা আপনাদের জেলা মারকাজ এ যাবেন তখন যদি আল্লাহর হুকুম এবং মুরুব্বীদের ফায়সালা হয়।
তাহলে আপনাকে একটি জামাতের আমির সাব বানিয়ে দেওয়া হবে। আমির সাব হওয়া খুবই সহজ কিন্তু একটি জামাতকে পরিচালনা করা খুবই কঠিন। এই জন্যই জামাতের আমির সাহেব এর ওপর আল্লাহ তাআলার বিশেষ রহমত থাকে।
চলুন দেখে নেয়া যাক জামাতের আমীর সাহেব যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবেন :-
- অনুসারী হিসেবে থাকতে হবে।
- সমস্ত কাজ সাথী ভাইদের সাথে মাশওয়ারা করে করবেন।
- মাশওয়ারা চলাকালীন সময়ে সকল সাথী ভাইদের খেয়াল কে মনোযোগ সহকারে শুনবেন।
- কখনো কোথাও হুকুম চালানো যাবে না।
- প্রত্যেক সাথী ভাইয়ের মেজাজ বোঝার চেষ্টা করবেন।
- সকল সাথীকে এক সমান মনে করবেন।
- কোন সাথীর নিকট গোপন কথা প্রকাশ করবেন না।
- মূর্খ কমজোর সাথীদের রায় ও সাদরে গ্রহণ করবেন।
- যদি কোন সাথী ভাইয়ের কোন অভিযোগ থাকে তাহলে হেকমতের সাথে তা গ্রহণ করে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন।
- সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন।
- সবার দ্বারাই সব কাজ নিবেন।
- কারো মধ্যে ত্রুটি থাকলে তা গোপন রাখবেন এবং একাকী তাকে তার ত্রুটির সম্পর্কে বোঝানো যেতে পারে।
- যেকোনো কাজে মামুরদেরকে সাথে রাখবেন।
- আমির সাব শক্ত হবেন না আবার একেবারে নরম ও হবেন না।
সর্ব অবস্থায়ই আল্লাহর সামনে রূজু থাকতে হবে।