এই পোষ্টের মাধ্যমে আমরা গার্মেন্টস কোয়ালিটির কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারব।
সাধারণত আমরা কোয়ালিটি বলতে গুণগত মান কি বুঝি। আর গার্মেন্টস কোয়ালিটি হলো পোশাকের গুণগত মান। তবে গার্মেন্টস কোয়ালিটির কাজ হল পোশাকের গুণগত মানকে ঠিক রাখা।
বায়ারের চাহিদা অনুযায়ী পোশাকের গুণগতমান যেমনঃ- পোশাকের আকার ঠিক থাকা, সঠিক মাপ, র-মেটারিয়ালস একুরেট হওয়া ইত্যাদি বায়ারের পছন্দ অনুযায়ী সম্পূর্ণ করাই হলো গার্মেন্টস কোয়ালিটি কাজ। এক কথায় বলতে গেলে পোশাকের গুণগত মানকে ঠিক রাখাই হলো গার্মেন্টস কোয়ালিটির কাজ।
গার্মেন্টস কোয়ালিটি কাজ গুলো
- পণ্যের গুণগত মান ঠিক রাখার।
- নির্দিষ্ট সময়ে ডেলিভারি করা।
- বায়ারের যাতে পোশাক দেখে সন্তুষ্ট তাকে ওইরকম ভাবে কাজ করা।
- অন্য তৈরীর ক্ষেত্রে অপচয় রোধ করা।