এই পোষ্টের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে ডাবল টাচ করে মোবাইল লক করবেন।
আমরা অনেকেই জানিনা, কিভাবে ডাবল টাচ করে মোবাইলকে লক করতে হয়। যদি আপনি এই অপশনটা ইউজ করেন তাহলে আপনার পাওয়ার বাটনের ব্যবহার অনেক কমে যাবে। অনেক সময় দেখা যায় পাওয়ার বাটন বেশি ব্যবহার করার ফলে পাওয়ার বাটনে অনেক সমস্যা দেখা দেয়। আর স্মার্ট ফোনের সমস্যা মানে নিজের মাথা গরম হওয়া।
পোস্টটি খুবই ছোট কিন্তু খুবই উপকারী। সুতরাং পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। তাহলেই বুঝতে পারবেন যে, কিভাবে পাওয়ার বাটন ব্যবহার না করে মোবাইলের আলো বন্ধ এবং নিভানো যাবে।
কিভাবে পাওয়ার বাটন ছাড়া মোবাইলের স্ক্রিন লক করবেন এবং অন করবেন।
প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংস অপশনে ক্লিক করুন।
সেটিংস অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন (হোমস্ক্রীন এন্ড লক স্ক্রীন) নামক একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করুন।
ক্লিক করার পরে দেখতে পাবেন (ডাবল ট্যাপ টু লক) নামক একটি অপশন রয়েছে এই অপশনটিকে এনাবেল করে দিন। ।
নিচে আপনাদের সুবিধার্থে স্ক্রিনশট দেওয়া হল।

