এই প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পারব কিভাবে QR Code তৈরি করা যায়।
আমাদের বিভিন্ন প্রয়োজনে QR Code এর প্রয়োজন হয়। যেমন ভিজিটিং কার্ড, আইডি কার্ডের মধ্যে অনেক ইনফরমেশন একসাথে দেওয়ার জন্য QR Code এর ব্যবহার হয়। এছাড়াও QR Code এর ব্যবহার বিভিন্ন কাজে হয়ে থাকে। কোন প্রোডাক্ট ক্রয় করতে গেলে দেখবেন প্রোডাক্টের লেবেলের মধ্যে QR Code বসানো রয়েছে।
কিভাবে QR Code তৈরি করব
QR Code বিভিন্ন ভাবে তৈরি করা যায়। QR Code তৈরি করার জন্য আপনাকে প্রথমেই সার্চ করতে হবে গুগলে QR Code লিখে।

প্রথমে যে ওয়েবসাইটে আসবে সেখানে প্রবেশ করে আপনি আপনার কাংখিত QR Code তৈরি করে নিতে পারেন। সম্পূর্ণ QR Code ফ্রিতে তৈরি করতে পারবেন।
আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্ক এবং ওয়েবসাইটের ছোট একটি ভিডিও দেওয়া হল :-