তবলিগের বার কাজ

এই বারটি কাজ যদি কোন ব্যক্তি তার নিজের মধ্যে আনতে পারে তাহলে সে দুনিয়ার মধ্যে একজন ভাল মানুষের মতন জীবনজাপন করতে পারবে।
বারো কাজকে তিন ভাগে ভাগ করা হয়েছে :-
- চার কাজ বেশি করা
- চার কাজ কম করা
- চার কাজ একেবারেই না করা
চার কাজ বেশি করা
চার কাজ কম করা
- কম কথা বলা
- কম ঘুমানো
- জরুরতে কম সময় লাগানো
- মসজিদের বাহিরে কম সময় লাগানো।
চার কাজ একেবারেই না করা
- সওয়াল না করা
- সওয়ালের ভান না করা
- বিনা অনুমতিতে কারো মাল না ধরা
- অপচয় না করা