নিট ডাইং কি?
রং, ক্যামিকেল ও অন্যান্য সহায়ক পদার্থের মাধ্যমে টেক্সটাইল দ্রব্যকে রঙিন বা কালার করার প্রক্রিয়াকে ডাইং বলে।
ডাইং এর উদ্দেশ্য সমূহ:
১. কাপড়কে ডাইং করার উদ্দেশ্য হলো কাপড়কে রং করা।
২. কাপড়কে বাজারজাত করার জন্য।
৩ কাপড় বিক্রেতার নিকট সুন্দর এবং আকর্ষণীয় করে তোলা।
৪. সাদা কাপড় কে রঙিন করা ইত্যাদি।
ডাইং কে অনেক ভাগে ভাগ করা যায়:
১. ডাইরেক্ট
২. এসিড
৩. বেসিক
৪. রিঅ্যাকটিভ
৫. ডিসপার্স
৬. সালফার
৭. পিগমেন্ট
৮. মারডান্ট
৯. অ্যাজোইক
১০. ভ্যাট
১১. অ্যানিলিন ব্লাক
১২. টাই
১৩. ডীপ ডাই (ইত্যাদি)
বিভিন্ন ধরনের ফেব্রিক বা আঁশে ব্যবহৃত ডাইং এর নাম:
১. কটন, ভিসকোস, উল, সিল্ক ফাইবারের জন্য (রিঅ্যাকটিভ ডাই) ব্যবহার করা হয়।
২. পলিয়েস্টার, নাইলন, অ্যাকরাইলিক ফাইবারের জন্য (ডিসপার্স ডাই) ব্যবহার করা হয়।
৩. পাট, অ্যাকরাইলিক ফাইবারের জন্য (বেসিক ডাই) ব্যবহার করা হয়।
৪. উল, সিল্ক ফাইবারের জন্য (এসিড ডাই) ব্যবহার করা হয়।
৫. কটন, ভিসকোস ফাইবারের জন্য (সালফার ডাই) ব্যবহার করা হয়।
৬. শুধু কটন এর জন্য (মরডান্ট ডাই) ব্যবহার করা হয়।
৭. কটন, ভিসকোস, উল, সিল্ক ফাইবারের জন্য (ভ্যাট ডাই) ব্যবহার করা হয়।
৮. কটন, নাইলন, উল ফাইবারের জন্য (পিগমেন্ট ডাই) ব্যবহার করা হয়।