আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) এর সাহাবাই কেরামের যুগেকে সবচেয়ে শ্রেষ্ঠ বলে আর তাদের জীবনকে সর্বোকৃষ্ট জীবন এবং তাদের সত্তাকে সর্বশ্রেষ্ঠ সত্তা এই কারণে বলা হয় যে, তাদের মধ্যে অহংকার ও লোভ – লালসার নাম গন্ধও ছিল না।
তারা ছিলেন ইসলাম ও আবেগের সামনে অবনত। এর জন্যই ঐ আমলে সমস্ত দুনিয়াতে যে নিরাপত্তা ছিল, এর পরে দুনিয়া তা আর দেখার সৌভাগ্য হয়নি। এর রহস্য ছিল এই যে, তারা নামাজের মাধ্যমে উন্নতি লাভ করতেন। জীবনের একমাত্র লক্ষ্যই ছিল নামাজ। নামাজই ছিল এবাদতের মাপকাঠি।