ইসলামের আদি হইতে এবাদত বা নামাজ

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) এর সাহাবাই কেরামের যুগেকে সবচেয়ে শ্রেষ্ঠ বলে আর তাদের জীবনকে সর্বোকৃষ্ট জীবন এবং তাদের সত্তাকে সর্বশ্রেষ্ঠ সত্তা এই কারণে বলা হয় যে, তাদের মধ্যে অহংকার ও লোভ – লালসার নাম গন্ধও ছিল না।

তারা ছিলেন ইসলাম ও আবেগের সামনে অবনত। এর জন্যই ঐ আমলে সমস্ত দুনিয়াতে যে নিরাপত্তা ছিল, এর পরে দুনিয়া তা আর দেখার সৌভাগ্য হয়নি। এর রহস্য ছিল এই যে, তারা নামাজের মাধ্যমে উন্নতি লাভ করতেন। জীবনের একমাত্র লক্ষ্যই ছিল নামাজ। নামাজই ছিল এবাদতের মাপকাঠি।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

আরো ভালো ভালো ইসলামিক পোস্ট পেতে আমাদের ইসলামিক ক্যাটাগরি ভিজিট করুন

Maruf Sikder

Maruf Sikder

মোঃ মারুফ সিকদার। একজন টেক্সটাইল ইন্জিনিয়ার। টেক্সটাইল ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে শুরু করা টেক্সটাইল বাংলা। ব্যস্ততার পাশাপাশি টেক্সটাইলের বিভিন্ন বিষয়াদি আলোচনা করি টেক্সটাইল বাংলায়। আপনাদের জন্য এই ছোট প্রয়াস যেনো নিয়মিত কিছু করার প্রয়াস যোগায়। অবশ্যই টেক্সটাইল বাংলার সাথে থাকুন।

Articles: 742