শুধু পোষ্ট ভিউ করে আজ থেকেই ইনকাম শুরু করুন। ক্লিক করে জেনে নিন।
প্রতিনিয়ত এই দেশের জনগণ বাড়ছে, তার সাথে সাথে এসব কিছুর চাহিদার সঙ্গে দ্রুত বেড়ে উঠছে এই জুতার চাহিদা ও। প্রত্যেক ব্যক্তিরই ঘর থেকে বের হওয়ার জন্য এক জোড়া জুতা প্রয়োজন। তাই দৈনন্দিন জীবনে জুতার চাহিদা অনেক। আর বর্তমানে এর চাহিদা ব্যাপক কারণ প্রত্যেকই একের অধিক অধিক জুতা রাখতে পছন্দ করে।
তাই খুব সহজেই বোঝা যায় যে এই ব্যবসাটি খুবই লাভজনক ব্যবসা। বাংলাদেশের অনেকেই এ ব্যবসার সাথে জড়িত। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে এই ব্যবসাটি শুরু করা যায়।
সর্বপ্রথম আপনাকে যাচাই করতে হবে যে আপনি জুতার ব্যবসার সাথে কিভাবে জড়িত হবেন, দোকান, ফ্যাক্টরি, অনলাইন, মাকেটিং ইত্যাদি আমরা পর্যাক্রমে প্রত্যেকটি ব্যবসা সম্পর্কে আলোচনা করব চলুন আজকে দোকান নিয়ে আলোচনা করা যাক।
আপনি যেকোন ধরনের ব্যবসায়ী করতে চান না কেন সর্বপ্রথম আপনার কিছু মূলধন এর প্রয়োজন হবে। কিছু বলতেন আপনার নিকটতম স্থানের কোন একটি মার্কেটে ও একটি দোকান ভাড়া করতে হবে যার জন্য আপনাকে দোকানের এডভান্স দিতে হবে। এগুলো ছাড়াও আপনাকে একটি সুন্দর নাম ঠিক করতে হবে তারপর আপনি ট্রেড লাইসেন্স করতে পারেন। এর পাশাপাশি আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন
- লেডিস প্রোডাক্ট
- জেন্টস প্রোডাক্ট
- বেবি প্রোডাক্ট
এখন বর্তমানে দেখা যায় যে কাস্টমারকে যেন ফিরে যেতে না হয় এজন্য একটি দোকানের সমস্ত প্রোডাক্ট রাখা হয়। আপনি চাইলে সমস্ত প্রোডাক্ট রাখতে পারেন।
ব্যবসা শুরু করার প্রথমে আপনাকে যে কাজগুলো করতে হবে
- ট্রেড লাইসেন্স।
- টিন।
- ব্যবসায়ের নামে ব্যাংক একাউন্ট।
- ভ্যাট রেজিস্ট্রেশন।
এই কাজগুলো প্রথমেই করে নিবেন যাতে পরবর্তীতে এগুলো নিয়ে কোন ঝামেলা না হয়।
দোকানে সব সময় ভালো প্রোডাক্ট রাখবেন, যাতে কাস্টমার দেখে সেটিস্ফাইড হয় কাস্টমারের সাথে ভালো ব্যবহার ইত্যাদির দিকে খুবই মনোযোগী হবে। যাতে করে কোনো কাস্টমার আনসেটিসফাই না থেকে যায়। ভালো প্রোডাক্ট পাওয়ার জন্য আপনি সরাসরি কোন ফ্যাক্টরিতে লিংক আপ করতে পারেন:-
লক্সওয়াল ফুটওয়ার (Loxwal Footwear)
ভবের চর,গজারিয়া, মুন্সিগঞ্জ
ফোন নাম্বার :- ০১৮৩০৪৭৭২২৮
এগুলো ছাড়াও, আপনি চাইলে পাইকারি বাজার যেমন গুলিস্তান ট্রেড সেন্টার ইত্যাদি থেকে ভালো ভালো জুতা সংগ্রহ করতে পারেন।