এই পোষ্টের মাধ্যমে আমরা ৭টি নতুন ৭টি নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে পারব।
আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক, এবার আপনাদের জন্য নিয়ে এলাম সাতটি ৭টি নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যা ফ্রী এবং অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে এমন ফিচার রয়েছে যা দেখলে আপনি অবাক হবেন। তাহলে চলুন দেরী না করে দেখা যাক ৭ টি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন।
৭টি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন
- ইজি ড্রয়ার (Easy Drawer)
- ক্লিপবোর্ড ম্যানেজার (Clipboard Manager)
- ক্রিসপার (Crisper)
- ফ্লিপ ডিএনডি (Flip DND)
- শর্টকাট ক্রিয়েটর (Shortcut Creator)
- লুপসি থ্রিডি ফটো জেনারেটর (Loopsie 3D Photo Generator)
- এক্সপেন্স (Expenses)
ইজি ড্রয়ার (Easy Drawer)

এপ্লিকেশন দিয়ে আপনি যেকোন অ্যাপ্লিকেশন কে খুব দ্রুত ব্যবহার করতে পারবেন। এটাই হলো সবথেকে বেশি উসফুল অ্যাপ্লিকেশন।
এপ্লিকেশনটি ইন্সটল করার পর ওপেন করলে আপনি একটা আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনার সামনে একটি কিবোর্ড এর ইন্টারফেস আসবে, এখন ধরেন আপনি হোয়াটসঅ্যাপ কি আপনার সামনে বা ডিসপ্লেতে আনতে চাচ্ছেন তাহলে অবশ্যই কিবোর্ডে (w) তে প্রেস করবেন তাহলে যেই অ্যাপ্লিকেশনগুলোর প্রথম অক্ষর (W) ওই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনার সামনে অথবা ইন্টারফেসে চলে আসবে।
এগুলো ছাড়াও অ্যাপ্লিকেশনটিতে আরো কিছু অপশন পাবেন, যেমন:- আপনার ফেভারিট অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারবেন। তাছাড়াও যেই অ্যাপ্লিকেশনগুলো আপনি বেশী বেশী ভিজিট করবেন ওইগুলো সব সময় প্রথমেই দেখাবে। এর কারণে আপনি খুব সহজেই যে অ্যাপ্লিকেশনগুলো বেশি ব্যবহার করেন সেগুলো আপনার সামনেই থাকবে কষ্ট করে আর আপনাকে খুঁজতে হবে না। অ্যাপ্লিকেশনটি খুবই উপকারী এবং সুপার ইউজফুল।
ইজি ড্রয়ার (Easy Drawer) অ্যাপ্লিকেশনটি লিংক
ক্লিপবোর্ড ম্যানেজার (Clipboard Manager)

এই অ্যাপ্লিকেশনটি খুবই উৎফুল্ল এবং সহজ। প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটি ফ্রী সুতরাং দেরী না করে খুব তাড়াতাড়ি ডাউনলোড করে নিন কারন এপলিকেশন টি আপনার উপকারে আসবেই।
এই অ্যাপ্লিকেশনটির মেইন কাজ হলো আপনি যেকোন কিছুই কপি করেন না কেন তার অটোমেটিক একটি নোট তৈরি করা। এখন ধরেন আপনি গুগল থেকে কোনো কিছু কপি করেছেন কিন্তু পেস্ট করতে ভুলে গেছেন এক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি আপনার জন্য খুবই উপকারে আসবে।
আপনার কষ্ট করে পেষ্ট করতে হবে না আপনি কপি করেছেন এতে চলবে অ্যাপ্লিকেশনটি অটোমেটিক আপনার কপি অনুযায়ী একটি নোট তৈরি করবে। যেখান থেকে পড়ে আপনি আপনার টেক্স কপি নিতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটিতে এগুলো ছাড়াও আরও অতিরিক্ত অপশন রয়েছে আপনি যে টেক্সট কপি করবেন তা অটোমেটিকভাবে সিরিয়াল বাই সিরিয়াল সেভ হতে থাকবে এবং আপনি চাইলে ইমেইল করতে পারবেন কারো সাথে শেয়ার করতে পারবেন এডিট করতে পারবেন ইত্যাদি।
অ্যাপ্লিকেশনটি এই পোষ্টের দ্বিতীয়তম অপশনে রাখার কারন হল এর সিকিউরিটি খুব হার্ড। আপনি যদি আপনার ফোন রিস্টার্ট করেন তাহলেও এই ডাটা নষ্ট হবে না।
ক্লিপবোর্ড ম্যানেজার (Clipboard Manager) অ্যাপ্লিকেশনটির লিংক
ক্রিসপার (Crisper)

এই অ্যাপ্লিকেশনটি খুবই ইন্টারেস্টিং ওয়ালপেপার অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটিতে, ইলাস্ট্রেশন, ইমেজ এবং কালেকশন দেখতে পারবেন বিভিন্ন ওয়ালপেপারের জন্য। আপনি চাইলে যেকোন ছবিতে ক্লিক করে সেটাকে ওয়ালপেপার বানিয়ে নিতে পারবেন। আপনি চাইলে প্রত্যেকটি ছবি ডিটেলস কোন ক্যামেরা দিয়ে ছবি তুলেছে ছবিটির বিভিন্ন আকার ইত্যাদি দেখতে পারবেন।
ইলাস্ট্রেশন অপশনটিতে আপনি চাইলে প্রত্যেকটি ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ওয়ালপেপার লাগানো আগে। এই অ্যাপ্লিকেশনটি সব থেকে ভালো দিক হলো অ্যাপ্লিকেশনটির মধ্যে কোন অ্যাড নেই। অ্যাপ্লিকেশনের ডিজাইনটি খুবি সুন্দর। এখন আপনার যদি ক্লিন এবং দেখতে সুন্দর ওয়ালপেপার দরকার হয় তাহলে অবশ্যই আপনি এপ্লিকেশনটি ইন্সটল করতে পারেন।
ক্রিসপার (Crisper) অ্যাপ্লিকেশনটির লিংক
ফ্লিপ ডিএনডি (Flip DND)

এই অ্যাপ্লিকেশনটি আমার থেকে সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগলো। ধরেন আপনি কোন কাজ করছেন, এই মুহূর্তে আপনার কল আসলে ডিস্টার্ব হবে অথবা কাজে ব্যাঘাত ঘটবে, কিন্তু সব সময় মোবাইল ডিএনডি মুডে রাখতে মনে থাকে না, কিন্তু আপনি যদি এই এপ্লিকেশনটি ইন্সটল করেন তাহলে আপনাকে আর কষ্ট করে মোবাইল ডিএনডি মুডে রাখা লাগবে না আপনি জাস্ট কাজ করার সময় মোবাইলটাকে উল্টো করে রেখে দিবেন তাহলে পাঁচ সেকেন্ডের ভিতর মোবাইল অটোমেটিক ডিএনডি মুডে চলে যাবে।
এখন সব থেকে বড় কথা হল মোবাইলত ডিএনডি মুডে চলে গেল কিন্তু অন করতে মনে থাকবে তো? আসলে আপনার কষ্ট করে অন করা লাগবে না মোবাইল আপনি আপনার হাতে নিবেন ডিসপ্লে তে দেখবেন অটোমেটিক মোবাইলে ডিএনডি মুড অফ হয়ে যাবে। সত্যি এটা খুব দারুণ একটি ফিচার। চাইলে এখন ইন্সটল করে নিতে পারেন আপনার মোবাইলে।
ফ্লিপ ডিএনডি (Flip DND) অ্যাপ্লিকেশনটির লিংক
শর্টকাট ক্রিয়েটর (Shortcut Creator)

এটা খুবই হেল্পফুল একটি অ্যাপ্লিকেশন। আসলে এই লিস্টের প্রত্যেকটি অ্যাপ্লিকেশন ই হেল্পফুল, তো শর্টকাট ক্রিয়েটর অ্যাপ্লিকেশনের কাজটা নিয়ে কথা বলি।
অ্যাপ্লিকেশনটি এমন একটি অ্যাপ্লিকেশন যা এক কথায় অসাধারণ কারণ অ্যাপ্লিকেশন টা দিয়ে আপনি সবকিছুর শর্টকাট তৈরী করতে পারবেন। যেমন ধরেন আপনার কোনো কন্ট্রাক এর শর্টকাট দরকার, কোন মেসেজ এর শর্টকাট দরকার, সেটিংস এর ভিতর সেটিংস এর কোন শর্টকাট দরকার।
যেকোনো ধরনের শর্টকাট তৈরি করে আপনি আপনার হোমস্ক্রিনে নিয়ে আসতে পারবেন। যেকোনো ধরনের ফাইল ফোল্ডার ইত্যাদি বুঝতে পারছেন সবকিছুরই শর্টকাট তৈরী করতে পারে। ব্যবহার করার সময় প্রথমদিকে একটু কমপ্লিকেটেড লাগতে পারে কিন্তু ধীরে ধীরে ইউজটু হয়ে যাবেন।
শর্টকাট ক্রিয়েটর (Shortcut Creator) অ্যাপ্লিকেশনটির লিংক
লুপসি থ্রিডি ফটো জেনারেটর (Loopsie 3D Photo Generator)

এই অ্যাপ্লিকেশনটি তাদের জন্য যারা ফেসবুকের মধ্যে থ্রিডি ছবি আপলোড করে। শুধুমাত্র আইফোনের মধ্যে একটি অপশন রয়েছে যা দিয়ে থ্রিডি ফটো তোলা যায়। ঠিক ঐ রকমই ছবি চাইলে এন্ড্রয়েড এর মধ্যে তোলা যাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। কিন্তু এখানে কিছু ফিল্টার রয়েছে যার পিছনে ওই ইফেক্ট হয় যেই সাব্জেক্টের মধ্যে আপনি থ্রিডি ইফেক্ট দিতে চান। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা খুবই সহজ।
লুপসি থ্রিডি ফটো জেনারেটর (Loopsie 3D Photo Generator) অ্যাপ্লিকেশনটি লিংক
এক্সপেন্স (Expenses)

সাধারণ মানুষদের জন্য অ্যাপ্লিকেশনটি খুবই উপকারী। যা আপনি বিস্তারিত বিবরণ দেখলেই বুঝতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি এরকম একটি অ্যাপ্লিকেশন যেটার মধ্যে আপনি আপনার প্রতিদিনের খরচ লিখতে পারবেন যেমনঃ বাসা ভাড়া, বাস ভাড়া, খাবার খরচ ইত্যাদি। অ্যাপসের মধ্যে খুবই ভালো ফিচার রয়েছে যার মাধ্যমে আপনি চাইলে আপনার দেশের কারেন্সি সিলেক্ট করতে পারবেন।
সর্বোপরি এই অ্যাপ্লিকেশনটির মধ্যে আপনি আপনার প্রতিদিনের খরচ লিখতে পারবেন। অ্যাপ্লিকেশনটি ধারা আপনি এনালাইসিস করতে পারবেন যে কিভাবে আপনার টাকা বাঁচাবেন। কোথায় আছে, “যত টাকা আপনি বাঁচাবেন তত টাকা আপনি কামাবেন” তাই টাকা সেভ করা খুবই জরুরী।
দেরি না করে এখনি আপনার মোবাইল এপ্লিকেশন ইন্সটল করুন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা খুবই সহজ কথায় অসাধারণ একটি অ্যাপ্লিকেশন।
এক্সপেন্স (Expenses) অ্যাপ্লিকেশনটির লিংক